বাংলাদেশে অনুমোদিত ও অননুমোদিত কয়েকশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে। এসব ওষুধের মান-নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই বললেই চলে। নকল ও ভেজাল ওষুধে বাজার ছেয়ে গেছে। নকল ওষুধ প্রস্তুতকারীরা বাজারে নামি-দামি কোম্পানির ভালো ব্র্যান্ডের ওষুধগুলো হুবহু নকল করে বাজারে ছেড়ে থাকে। অসাধু ওষুধ ব্যবসায়ীরা বেশি লাভের আশায় এসব ওষুধ জেনে-শুনে দোকানে রাখে বিক্রির জন্য। এছাড়া ক্যালসিয়াম ভিটামিনজাতীয় ফুড সাপ্লিমেন্ট— যেগুলো ওষুধের সংজ্ঞায় পড়ে না, এর কিছু আমদানি করে বিদেশ থেকে এবং তা অতি উচ্চমূল্যে বিক্রি করে...

